ঝড়ে পড়েছিল গাছ, কেউ না সরানোয় কাজ সারলেন পঞ্চায়েত প্রধানই

পাশাপাশি ভারি বৃষ্টির জেরে জল বেড়েছে শিলাবতী নদীতে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
mtrikoi

File Picture

নিজস্ব সংবাদদাতা: ঝড়ে রাস্তার উপর পড়ে থাকা গাছ নিজেরাই কুড়ুল হাতে কেটে সরালেন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায়। ঘূর্ণিঝড় ডানা'র প্রভাব পড়েছে এ জেলাতেও। ঝড়ের সাথে গত দু'দিন ধরে দিনভর ভারি বৃষ্টি হয়েছে। যার জেরে কার্যত বিপর্যস্ত হয়েছে জেলার চন্দ্রকোনা। চন্দ্রকোনার বিভিন্ন জায়গায় ঝড়ে গাছ পড়া থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি জমির ফসল ও মাটির বাড়িও।

পাশাপাশি ভারি বৃষ্টির জেরে জল বেড়েছে শিলাবতী নদীতে। জানা যায়, শনিবার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কেশেডাল এলাকায় কংসাবতী সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে শিলাবতী নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন ও পরে ওই এলাকায় ঝড়-বৃষ্টিতে কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে যান ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দয়াল লোহার ও উপপ্রধান মনাজুর মোল্লা।

mhthtui

কেশেডাল এলাকায় রাস্তার উপর ঝড়ে পড়া থাকা গাছ নজরে আসে প্রধান ও উপপ্রধানের। গ্রামের গুরুত্বপূর্ণ যাতায়াতের রাস্তার উপর গাছ পড়ে থাকায় গ্রামবাসীদের সাথে নিয়ে প্রধান ও উপপ্রধান দুজনেই কুড়ুল হাতে পড়ে থাকা গাছ কেটে রাস্তা পরিষ্কার করেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের এহেন ভূমিকায় খুশি গ্রামবাসীরা।

muiiooilio

এবিষয়ে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনাজুর মোল্লা জানান, "প্রাকৃতিক বিপর্যয়ে চাষীদের ফসলের সময়টা হয়েছে সাথে নদীর জলও বেড়েছে। নদীবাঁধ ও চাষীদের ফসলের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়েছিলাম আমি ও প্রধান। রাস্তায় দেখলাম একটা গাছ পড়ে আছে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে তাই গ্রামবাসীদের সাথে নিয়ে দুজনেই গাছটি কেটে রাস্তা পরিষ্কার করি”। 

ঘূর্ণিঝড় ডানা সতর্কতায় রাজ্য প্রশাসনের পাশাপাশি দলের মন্ত্রী বিধায়ক থেকে জন প্রতিনিধিদের রাস্তায় নেমে মানুষের পাশে থেকে সাহায্যের নির্দেশ দিয়েছিলেন। চন্দ্রকোনায় তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের এহেন ভূমিকা ব্যতিক্রম ছবি বলেই মনে করছে অনেকে।