নিজস্ব সংবাদদাতা: ডানার প্রত্যক্ষ প্রভাব উত্তরবঙ্গে না পড়লেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই নির্দেশিকা দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। জলপাইগুড়িতে শুক্রবার সকাল থেকেই নেমে এসেছে অন্ধকার। আকাশে কালো মেঘ। মেঘ থেকে বজ্রপাত এবং তারপর বৃষ্টি। উত্তরের জলপাইগুড়ি জেলাতে প্রবল বৃষ্টিতে জেরবার সাধারণ মানুষের জনজীবন। রাস্তায় বের হতে পারছেন না মানুষ। বৃষ্টি শুরু হয়েছে গোটা জেলা জুড়ে।
কোথাও মাঝারি আবার কোথাও অতি ভারী বৃষ্টি। সাত সকালে যেন অন্ধকার নেমে এসেছে জলপাইগুড়ি শহরে। শুধু বৃষ্টি নয় তার সাথে আবহাওয়া জানান দিচ্ছে ঠান্ডা চলে এসেছে। জলপাইগুড়িতে পূজোর আগেই শীতের আমেজ ছিল। এবার বর্ষা আসতেই ঠান্ডায় জবুথবু জলপাইগুড়ি। বৃষ্টির সাথে বইছে ঠান্ডা হাওয়া।
বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে জল শহরেও। প্রসঙ্গত গতকাল রাত থেকেই জলপাইগুড়িতে শুরু হয়েছে বৃষ্টি। পুজোর পরে কয়েকটা দিন আকাশ রোদ ঝলমলে থাকলেও লক্ষী পূজার পর থেকেই রোদের দেখা নেই। প্রবল বৃষ্টিতে কোথাও জল জমে গিয়েছে আবার কোথাও গাছ পড়ে গিয়েছে। সব মিলিয়ে উত্তরের জেলাগুরির মধ্যে ডানার পরোক্ষ প্রভাবে সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে জলপাইগুড়ি।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল জুড়ে উত্তরের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে।