আদ্যাপীঠসহ দক্ষিণেশ্বর মন্দির চত্বর এলাকা এবার হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত

সামনে এল নয়া খবর।

author-image
Adrita
New Update
ি

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ভৌগোলিক দিক থেকে দক্ষিণেশ্বর মন্দির হাওড়ার অনেক কাছে। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। ওপারে হাওড়ার বালি, বেলুড়। সূত্রের খবর, সময় দূরত্বের জন্য অনেক সময় অনেক সমস্যা তৈরি হয়। সেকারণেই আদ‌্যাপীঠ-সহ দক্ষিণেশ্বর মন্দির চত্বর এলাকা এবার হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত হতে চলেছে। নবান্নে প্রশাসনিক বৈঠকের মধ্যেই শুক্রবার একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দক্ষিণেশ্বর কালীমন্দির সংলগ্ন এলাকা এখন বারাকপুর কমিশনারেটের মধ্যে পড়ে, এটি উত্তর ২৪ পরগনার অধীন। শুক্রবার নবান্নে মুখ‌্যমন্ত্রী জানান বেলুড় হাওড়া পুলিশ কমিশনারেটের অন্তর্ভুক্ত। দক্ষিণেশ্বর আবার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত। তবে দক্ষিণেশ্বর বারাকপুর কমিশনারেটের এলাকা থেকে অনেক দূর। এবার দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায় আনা হবে।

মুখ্যমন্ত্রী আরও জানান বেলুড়, দক্ষিণেশ্বর, আদ‌্যাপীঠে নিত্যদিন দেশ-বিদেশ থেকে অসংখ পর্যটক আসেন। তাই বেলুড়ের পাশাপাশি এই দুই তীর্থক্ষেত্রকেও হাওড়া কমিশনারেটের অধীনেই নিয়ে আসতে হবে।