নিজস্ব সংবাদদাতা, আসানসোল: তৃণমূলের শ্রমিক নেতার দাদাগিরির অভিযোগ। দোকানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়ার বিরুদ্ধে। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো আসানসোল দক্ষিণ থানার হটন রোড মোড়ে। সূত্র মারফত জানা গিয়েছে ২০১৬ সালে আসানসোল পৌরনিগম থেকে লিজে এই দোকান নিয়েছিলেন আসানসোল গ্রামের বাসিন্দা নিত্যানন্দ রায়। জানা যায় নিত্যানন্দ তার বোনের নামে লিজ নেওয়া নিয়েছিলেন। কিন্ত সেই দোকান যখন তিনি খুলতে যান, তখন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বাধা দেয় লে অভিযোগ। এমনকি রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দেয় বলেও অভিযোগ ওঠে।
এই ঘটনার পর নিত্যানন্দ রায় আসানসোল পৌরনিগমে অভিযোগ জানালে, আসানসোল পৌরনিগমের উদ্যোগে নিত্যানন্দ রায়ের উপস্থিতিতে বৃহস্পতিবার সেই দোকান খুলে দেওয়া হয়। এই বিষয়ে নিত্যানন্দ রায় বলেন, '' আসানসোল পৌরনিগম থেকে লিজ নেওয়ার পর সেই দোকান খুলতে পারিনি। রাজু আলুওয়ালিয়া সেই দোকানে তালা মেরে দিয়েছিল। সেখানে ইউনিয়ন অফিস করবে বলেছিল। ''
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া। তার অভিযোগ, ' আসানসোল পৌরনিগমের গোডাউন করবে বলা হয়েছিল ওই জায়গায়। কিন্ত ২০১৬ সালে লিজ নিয়ে সেখানে কিভাবে দোকান করা হচ্ছে। ' এর তদন্তের দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া।