সুপ্রিম কোর্টে DA মামলায় ফের ধাক্কা সরকারি কর্মীদের! চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

DA মামলায় সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল পশ্চিমবঙ্গ। বেশ কয়েক মাস ধরেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলছে।

author-image
Probha Rani Das
New Update
mamata nabannas.jpg

নিজস্ব সংবাদদাতাঃ DA মামলায় সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল পশ্চিমবঙ্গ। বেশ কয়েক মাস ধরেই বাংলার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলছেএরই মধ্যে যতবারই শুনানির ডেট এসেছে ততবারই হতাশ হয়েছে রাজ্য সরকারি কর্মীদের। কোনো না কোনও কারণে প্রত্যেকবারেই পিছিয়ে গিয়েছে DA মামলাশুনানি। 

mamatadh.jpg

জানা গিয়েছে, চলতি মাসের ১৫ তারিখে বকেয়া ডিএ মামলার শুনানি হতে পারে সুপ্রিম কোর্টে। বকেয়া ডিএ মামলাবিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। ডিএ মামলাসরকারি কর্মীদের জন্য ফের এল হতাশা। গতকাল রাতে সুপ্রিম কোর্টের তরফে কজলিস্ট প্রকাশ করা হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলা রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম বেতন কমিশনের বকেয়া মহার্ঘ ভাতার জন্য।

mamata sadq2.jpg

জানা গিয়েছে, ৬০ নম্বরে নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা। সেইমত আগামী সোমবার সুপ্রিম কোর্টের পাঁচ নম্বর আদালতকক্ষে এই মামলা উঠবে। এর আগেও অনেকবার সময়ের অভাবে ডিএ মামলার শুনানি হয়নিএবারও একেবারে শেষের দিকে ডিএ মামলা আদালতে উঠতে পারে বলে রাজ্য সরকারি কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন।