সাবধান...আসছে CYCLONE 'মোচা'!

গরমের দাপটে টেকা দায়। চাতক পাখির মতো মানুষের অপেক্ষা কখন আসবে বৃষ্টি। আজ স্বস্তির বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তার সঙ্গে খুব তাড়াতাড়ি আসছে এক ঘূর্ণিঝড়।

author-image
Anusmita Bhattacharya
New Update
cyclone

নিজস্ব সংবাদদাতা: আগামী মে মাসের (May) দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণিঝড় (Cyclone) সৃষ্টি হতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে (Andaman Sea) এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে মোচা (Cyclone Mocha)। পশ্চিমবঙ্গ (West Bengal) অথবা বাংলাদেশের উপকূলে (Bangladesh Coastal Zone) আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় মোচা, এমনটাই অনুমান করা হচ্ছে।