নিজস্ব প্রতিবেদন : কলকাতায় বৃহস্পতিবার সকালে আকাশ মেঘলা থাকায় বৃষ্টির সূচনা হয়। উপকূলে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, এবং নদীগুলিতে স্রোত বেড়ে গেছে। দানা ঘূর্ণিঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার মতো এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়িয়েছে।
দমকা বাতাস বইছে এবং নদীগুলির পরিস্থিতি উদ্বেগজনক। স্থানীয় মহিলারা আগেভাগেই বাঁধ মেরামত করতে এগিয়ে এসেছেন, যাতে অতিরিক্ত জল পরিস্থিতি আরও খারাপ করতে না পারে।
উল্লেখযোগ্য যে, ওড়িশা ও বাংলার উপকূলে ঘূর্ণিঝড়ের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। 'দানা' আজ রাতের দিকে ধামরা-ভিতরকণিকার কাছে ল্যান্ডফল করতে পারে। সাগরদ্বীপ থেকে ৩৭০ কিমি এবং ধামরা থেকে ৩১০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়। আজ ও আগামীকাল ভারী থেকে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উপকূলে ১২০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। এই অবস্থায় উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কারণ তারা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন।