নিজস্ব সংবাদদাতা: ঘূর্ণিঝড় রেমালের ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে। কলকাতা, হুগলি, হাওড়া, নদীয়া- পূর্ব বর্ধমান সব জেলাতেই প্রায় বৃষ্টি চলছে অনবরত।
ফলে বৃষ্টি কখন থামবে সেই প্রশ্নই উঠছে সাধারণ মানুষের মনে। বৃষ্টি আগামীকাল বেলা ১১ টার পর থেকে বিভিন্ন জেলায় থামতে শুরু করবে। কোনো কোনো জেলায় বিকেল ৫ টার পর থামবে। আপনার জেলায় কখন থামবে বৃষ্টি তা জানতে ক্লিক করুন।
Remal Effect | Remal | Cyclone | Rain West Bengal