সাবধান, ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়! ষষ্ঠ দফার ভোটের পরই ল্যান্ডফল-জানুন বড় আপডেট

ঘূর্ণিঝড় 'রেমাল' নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
cycloneee.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ ভোটের মাঝে তীব্র ঘূর্ণিঝড়ের ধাক্কায় বড় দুর্যোগের শঙ্কা রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলোতে। সূত্রে খবর, রবিবার মধ্যরাতে বাংলা ও বাংলাদেশ উপকূলে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড়ের। আবহাওয়াবিদদের অনুমান, সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্যে কোথাও আছড়ে পড়তে পারে ঘূর্ণি দানব 'রেমাল'। এর আগে ২০২১ সালের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের ল্যান্ডফল হয়েছিল। তিন বছর পেরিয়ে আবার একই দিনে ঘূর্ণিঝড়ের শঙ্কা। 

cyclone 1 .jpg

ঘূর্ণিঝড়ের শঙ্কার মাঝে সম্ভব্য দুর্যোগের কথা মাথায় রেখে একাধিক জেলায় জারি করা হয়েছে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা। উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলেও ঝড়ের তাণ্ডব দেখা যেতে পারে। ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কলকাতা শহরে। ইতিমধ্যে সাগরে ঘনীভূত হয়েছে গভীর নিম্নচাপ। আগামিকাল এই গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর উত্তর দিকে বাংলা ও বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসবে।

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় শনিবার থেকে জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উপকূলীয় অঞ্চলে দমকা বাতাস বইতে পারে। এরপর রবিবার কলকাতা ও হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগণায় ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। হুগলি, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর।

Add 1