উড়িশ্যার বালেশ্বরের কাছে ধামারায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'দানা', দেখে নিন এই মুহূর্তের পরিস্থিতি

আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় দানা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
আক

নিজস্ব সংবাদদাতা, ওড়িশাঃ ঘূর্ণিঝড় ‘দানা’র ভয়ে ত্রস্ত গোটা ওড়িশা। ঘূর্ণিঝড়টি ওড়িশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আছড়ে পড়ার সময় গতি হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। সর্বাধিক গতি পৌঁছতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার। এই ধামারা অঞ্চলেই ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে। 

এই মুহুূর্তে এই অঞ্চলে ঝোড়ো বাতাস বইছে। ক্রমশ উত্তাল হতে শুরু করেছে সমুদ্রও। এএনএম নিউজের ক্যামেরায় ধরা পড়েছে সেই মুহুূর্তটি। 

job digbijoy da