'ডানা'র ল্যান্ডফল করার স্থলের ভীষণ কাছে বাংলার এই জেলা! কী হতে পারে পরিণতি?

কোন জেলায় বিপদ বেশি?

author-image
Anusmita Bhattacharya
New Update
Cyclone

নিজস্ব সংবাদদাতা: আস্তে আস্তে এগোচ্ছে ঘূর্ণিঝড় ডানা আর তার জেরে বিপদের প্রহর গুনছে গোটা বাংলা। আজ থেকেই ভারী থেকে অতি ভারী, আবার কোথাও কোথাও আবার অত্যন্ত ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে বাংলায়। আজ অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। 

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পূর্ব মেদিনীপুর জেলাটি। এর আবার এক বিশেষ কারণ আছে। আসলে হিসেব বলছে যে ল্যান্ডফল এরিয়া থেকে ১৫০ কিলোমিটার- এর মধ্যেই পড়ছে পূর্ব মেদিনীপুর জেলা। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার বেগে ঝড়ের বয়ে যেতে পারে এই জেলায়। এছাড়া ঝড়-বৃষ্টির প্রভাব একটু বেশি পড়ার সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলাগুলিতে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে অনুমান। আর তার পাশাপাশি পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল এলাকায় ১ থেকে ২ মিটার এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলে ০.৫ থেকে ১ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসও হতে পারে বলে জানা গেছে।