নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ সকাল থেকেই জেলা জুড়ে প্রভাব পড়তে শুরু করছে। ঘূর্ণিঝড় দানা নিয়ে ঝাড়গ্রাম জেলা জুড়ে সতর্কতা জারি। বৃহস্পতিবার সকাল থেকে ঘূর্ণিঝড় "দানা'র" প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। তাই রাজ্য প্রশাসনের পক্ষ থেকে বুধবার থেকে ২৬ শে অক্টোবর পর্যন্ত সমস্ত স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে।
ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সুবর্ণরেখা নদীসহ জেলার বিভিন্ন এলাকায় থাকা নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকা নির্দেশ দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানা মোকাবেলা করার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। শুকনো খাবারসহ সহ অন্যান্য ত্রাণ সামগ্রী মজুত রাখা হয়েছে।
জেলার পাশাপাশি বিভিন্ন বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিপর্যয় মোকাবেলা দপ্তরের সদস্যদেরও তৈরি থাকা নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল বলেন, '' ঘূর্ণিঝড় দানা মোকাবিলা করার জন্য ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকায় মাইকিং করছে প্রশাসন। পরিস্থিতির উপর নজরদারি শুরু করা হয়েছে। এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টি সেইসঙ্গে ঝড়ো বাতাস বইতে পারে, শুক্রবার ভারি থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ''
ঘূর্ণিঝড় দানার মোকাবিলা নিয়ে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জেলা শাসক জানান। তবে ঘূর্ণিঝড় দানার প্রভাবে শুরু হয়েছে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় বৃষ্টি , সদ্য ধানের গাছে ফলন হোওয়ায় আরো চিন্তা বাড়িয়ে দিয়েছে চাষিদের কিছুদিন পরই হয়তো ধান বাড়িতে তুলতেন চাষিরা তার আগেই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশাল ক্ষতির আশঙ্কার মুখে আতঙ্কে ভয়ে রয়েছেন চাষিরা, ঝাড়গ্রাম জেলা জুড়ে বেশ কিছু এলাকায় পাকা ধানের জমি থেকেও চাষিরা তুলে আনছেন ধান। চাষিদের বক্তব্য, গত কিছু দিন আগে বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে আবার এই ঘূর্ণিঝড়ে ঝড় বৃষ্টি তে ব্যাপক ক্ষতি হবে বলে জানাচ্ছেন চাষিরা, তাদের মাথায় পড়ছে হাত।