নিজস্ব সংবাদদাতাঃ দুদিন আগেই তুমুল তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় 'দানা'। গত ২৪ তারিখ মধ্যরাতে ওড়িশা উপকূল সংলগ্ন ধামারাতে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় দানা। এই আবহে বহু ক্ষয়ক্ষতি হয়েছে ওড়িশায়। ঘূর্ণিঝড় দানা'র মোকাবিলায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার ৷ তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। এই ঘূর্ণিঝড়ে বহু মানুষের প্রভূত ক্ষতি হলেও, সে ঘূর্ণিঝড়ের দিন জন্ম হয়েছে ১৬০০ জন শিশুর। এই কথা জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
উল্লেখ্য, ওড়িশা সরকারের তরফে জানানো হয়, ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে বৃহস্পতিবার রাতে ৪ হাজার ৪৩১ জন প্রসূতি মহিলাকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়।