ডাম্পারের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু, গুরুতর আহত ১

এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

author-image
Adrita
New Update
Accident

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ ডাম্পারের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যু। গুরুতর আহত হয়েছেন এক মোটরবাইক আরোহী। গতকাল শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পটাশপুর-তেমাথানি রাজ্য সড়কের পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত বড়চাহারা এলাকায়। মৃত সাইকেল আরোহীর নাম প্রশান্ত মান্ডি। বয়স ৩৫ বছর। বাড়ি সবং থানার অন্তর্গত ৯ নম্বর বলপাই এলাকায়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে একটি মাল বোঝাই ডাম্পার পটাশপুরের দিক থেকে তেমাথানির দিকে যাচ্ছিল। একই দিকে যাচ্ছিল এক সাইকেল আরোহী ও মোটর বাইক আরোহী। সেই সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল আরোহীর পিছনে দ্রুত গতিতে ধাক্কা মারে ঐ ডাম্পার গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রশান্ত মান্ডি নামে ঐ সাইকেল আরোহীর। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরে পড়ে থাকে মোটরবাইক আরোহী। বেশ কিছুক্ষণ পর বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে সবং গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসকরা সাইকেল আরোহীকে মৃত বলে ঘোষণা করে। 

অন্যদিকে মোটরবাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। তার আগে ডাম্পার গাড়ি ফিরে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাম্পার গাড়িটিকে আটক করা হয়েছে এর পাশাপাশি মোটরসাইকেল ও বাইকটিকে উদ্ধার করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।