সাইবার প্রতারণার অভিনব পথ খুঁজে পেল সাইবার ক্রাইম, চলছে গভীরে তদন্ত

কোথায় কোথায় বিক্রি করত চুরির মোবাইল, সেই সবই জানতে চাইছে পুলিশ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-02-18 at 12.07.18 (1)

File Picture

নিজস্ব সংবাদদাতা: চুরির মোবাইল ব্যবহার করে চলে সাইবার প্রতারণা। সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। তারপর থেকে রাজ্যের প্রতিটি প্রান্তেই চুরির মোবাইল উদ্ধারের জন্য জোর তৎপরতা শুরু হয়েছে। 

ধারাবাহিকভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়েও দিচ্ছে। কিন্তু চক্রের মাথাদের খুঁজতে মাথায় হাত পড়ছে পুলিশের। এবার মোবাইল চুরি চক্রের পাণ্ডাদের গ্রেপ্তার করল নিউটাউনশিপ থানার বিধান নগর ফাঁড়ির পুলিশ। 

WhatsApp Image 2025-02-18 at 12.07.19

চুরির মোবাইল কিনে বিক্রির দায়ে কাঁকসার গোপালপুর থেকে সোমবার সকালে সুভাষ মন্ডল নামের একজনকে গ্রেপ্তার করে বিধান নগর ফাঁড়ির পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে মোবাইল চুরির দুই মাস্টারমাইন্ডের নাম। তারপরেই সোমবার রাতে বীরভূমের দুবরাজপুর থানা এলাকা থেকে শেখ এনামুল ও শেখ আনোয়ারকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় দশটি মূল্যবান মোবাইল। মঙ্গলবার ধৃত তিনজনকে পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। 

WhatsApp Image 2025-02-18 at 12.07.18

নিজেদের হেফাজতে নিয়ে কত মোবাইল চুরি করেছে এই দু'জন, এদের সঙ্গে আরো ক'জন জড়িত, কোথায় কোথায় বিক্রি করত চুরির মোবাইল, সেই সবই জানতে চাইছে পুলিশ।