নিজস্ব সংবাদদাতা: বর্তমানের জ্বলন্ত একটি সমস্যা সাইবার অপরাধ। এই সাইবার অপরাধ রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট একাধিক সচেতনতা শিবিরের আয়োজন করে চলেছে। ব্যারাকপুর সাইবার থানার সাথেই কমিউনিটি পুলিশিং উইংয়ের উপস্থিতিতে নিয়মিতভাবে এই শিবিরের আয়োজন করে স্থানীয় থানাগুলি।
স্থানীয় থানাতে সাধারণ মানুষের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানোর পদ্ধতি সুগম করতে কমিশনারেটের প্রত্যেকটি থানাতে একটি সাইবার বন্ধু কিয়স্ক চালু করা হয়েছে।
পাশাপাশি ই- প্রহরী আজ মানুষের কাছে বহুল প্রচলিত একটি পরিষেবা।
সাইবার অপরাধে প্রতারিত মানুষের পাশে দাঁড়াতে ও আরো উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য ব্যারাকপুর পুলিশের নগরপাল আইপিএস অলোক রাজোরিয়া, আজ জগদ্দল থানায় উদ্বোধন করলেন নতুন রূপে 'সাইবার বন্ধু' কক্ষের। এবার থেকে সাইবার হানার যাবতীয় মামলার অনুসন্ধান হবে এখান থেকেই।