নিজস্ব সংবাদদাতা: মুখ্য়মন্ত্রীর 'আপত্তি'কে বুড়ো আঙুল দেখিয়েই মালদায় রাজ্যপাল। শিয়ালদা থেকে ট্রেন সফরে মালদা পৌঁছলেন সিভি আনন্দ বোস। মালদায় ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন সিভি আনন্দ বোস। গতকাল রাজভবনে মুর্শিদাবাদের ঘরছাড়াদের একাংশের সঙ্গে একান্তে কথা বলেন রাজ্যপাল।
/anm-bengali/media/media_files/NUB1PhYtpC5UrTvuKhQq.jpg)