নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রাজ্যে বিক্ষিপ্ত সহিংসতা একটি অত্যন্ত দুঃখজনক বাস্তবতা, যা সমাজের জন্য ক্ষতিকর। রাজ্যপাল আরও বলেন, এই সহিংসতার বিরুদ্ধে লড়াই করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। শুধুমাত্র সরকারই নয়, বেসরকারি সংস্থা, মিডিয়া এবং নাগরিক সমাজকেও দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা সব কিছু সরকারে উপর ছেড়ে দিতে পারি না, নাগরিকদেরও এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।
/anm-bengali/media/media_files/Fd4MUi5gKedJxC8TZCMW.jpg)
রাজ্যপাল সিভি আনন্দ বোস আশা প্রকাশ করেন যে, আগামী রাম নবমী উৎসবটি শান্তিপূর্ণ ও সুরেলাভাবে উদযাপন করা হবে এবং সমস্ত অংশীদার একসঙ্গে মিলিতভাবে সহিংসতার বিরুদ্ধে কাজ করবেন।