নিজস্ব সংবাদদাতা: রবীন্দ্র নাথ ঠাকুরের নামে রাজভবনের উত্তর ফটকের নামকরণের সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার তিনি শান্তিনিকেতনে পৌঁছান। সেখানে যাওয়ার পরেই তিনি এই ঘোষণা করেন। জানা গিয়েছে, শান্তিনিকেতনে গিয়ে তিনি ফটকের নামের ফলক উন্মোচন করেন। সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক। তিনি বিশ্বভারতীর ছাতিম তলায় এই ফটক উন্মোচন করেন। এছাড়াও রাজ্যপাল রবীন্দ্র সংগ্রহশালা, উপাসনা গৃহ ঘুরে দেখেন।