নিজস্ব সংবাদদাতা: এবার দেব ও সৌরভকে একসঙ্গে খোঁচা দিলেন তথাগত রায়। তিনি ট্যুইট করে বলেছেন, "দুটো বিষয়ে কৌতূহল আমার চিতায় ওঠা পর্যন্ত থেকে যাবে। ১। ঘাটাল মাস্টার প্ল্যান। ২। সৌরভের লোহালক্কড় কারখানা"। তথাগত রায়ের এই ট্যুইটকে কেন্দ্র করে শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, ইতিপূর্বে সৌরভ গাঙ্গুলি মমতা ব্যানার্জির সঙ্গে থেকে কারখানা গড়ার ঘোষণা করেন। তবে দীর্ঘ সময় পেরোলেও সেই বিষয়ে বহুল চর্চা কার্যত বন্ধ রয়েছে।
এছাড়াও প্রত্যেক বছর ভোটের আগে তৃণমূলের হাতিয়ার হয়ে ওঠে ঘাটাল মাস্টার প্ল্যান।
তবে একাধিক ভোট চলে গেলেও ভোটের পর ঘটাল মাস্টার প্ল্যান শুধুমাত্র বামুনের চাঁদ ধরার ইচ্ছার মতই হয়ে যায় স্থানীয় মানুষদের জন্য। তবে এই বিষয়ে কেন্দ্রকে দায়ী করে তৃণমূল, অপরদিকে বিজেপির তরফে মমতা সরকারের দিকেই আঙুল তোলা হয়। এখন দেখার কেন্দ্র ও রাজ্যের মাধ্যমে কবে এই পরিকল্পনা বাস্তবায়িত হয়।
. .