নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ সবজির বাগান কিংবা বাড়ির উঠোন। সেখানেই রমরমিয়ে চলছিল গাঁজা গাছের চাষ। পুলিশের অভিযানে চক্ষু চড়কগাছ। এমন ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বাসুলিয়া এবং দুবরাজপুরে।
সূত্র মারফত জানা গিয়েছে যে, গতকাল বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে হঠাৎ করেই ওই দুই এলাকায় অভিযান চালায় সবং থানার পুলিশ। এই অভিযানে তল্লাশি চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা গাছ নষ্ট করলো সবং থানার পুলিশ। আরও জানা গিয়েছে যে, অভিযুক্তরা পলাতক। জানা গিয়েছে তাদের খোঁজেও চলছে তল্লাশি।
পুলিশ সূত্র খবর যে, বিভিন্ন সবজির চাষের সঙ্গে ওই গাছগুলি লাগানো ছিল দুই গ্রামের একাধিক জায়গায়। অভিযান চালিয়ে সমস্ত গাছ নষ্ট করা হয়, যার বাজার মুল্য প্রায় ২ লক্ষ টাকা। আগামী কয়েকদিন ওই এলাকা জুড়ে লাগাতার অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।