নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : সোমবার বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে সিআরপিএফের ১৬৯ নম্বর ব্যাটেলিয়ান। তাদের উদ্যোগে ঝাড়গ্রাম জেলার বাঁশপাহাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন হয়। বাঁশপাহাড়ি এলাকার বাচ্চা থেকে বয়স্ক মহিলারা, সবাই বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন । সিআরপিএফের এই উদ্যোগে খুশি এলাকাবাসী। সিআরপিএফ জওয়ানদের এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা। ১৬৯ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড হ্যান্ড কমান্ডো সুভাষচন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে পরিবেশকে রক্ষা করার জন্য বেশি করে গাছ লাগানোর কথা বলেন। সোমবার মোট ৩৫০ টি গাছ লাগানো হয় এবং এবং ১৬৯ নম্বর ব্যাটালিনের সিইও সঞ্জয় শর্মার নির্দেশ অনুসারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সেই সঙ্গে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি থেকে চাকাডোবা পর্যন্ত সাইকেল ব়্যালি করে সিআরপিএফের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।