নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ একরের পর একর জমিতে শুধু ঘাস আর ঘাস। ওই জমিগুলোতেই এই সময় উঠতো সোনালী ফসল। কিন্তু বন্যায় সব শেষ, ধান বীজ,সারের দাম বেশী চিন্তায় ডেবরার শতাধিক মৌজার কৃষকরা। এ বছরের বন্যায় ঘাটালের পরে যদি কোনো ব্লকের ক্ষতি হয়ে থাকে তা হোলো ডেবরা। ডেবরার চারটি গ্রাম পঞ্চায়েতে বন্যায় শতাধিক মৌজায়।
এক মাসের বেশী সময় ধরে ধানের জমিতে জল দাঁড়িয়ে থাকায় পচে গিয়ে সমস্ত ধান নষ্ট হয়ে গিয়েছে। এমনকি সবজিরও ব্যাপক ক্ষতি হয়েছে। যেই সময় মানুষজন ধান তুলছে বাড়ীতে। সেই সময় ডেবরার মধুবনপুর, খাজুরি, মলিহাটি, টাঙ্গাইশী, করন্ডা, বল্লভপুর সহ শতাধিক মৌজার কয়েকশো একর মাঠ ফাঁকা। শুধু ঘাসে ভর্তি। এই বারেও যারা চাষ করবে সেই সময় কৃষকও চিন্তিত। কারন ধান বীজ, সার ও জলের দাম বাড়া। এমনিতেই যা ক্ষতি হয়েছে তার ভর্তুকি দিতেই সব শেষ। তাই এখন মাথায় হাত চাষীদের।
অপরদিকে ডেবরা ব্লকের এ ডি এ শতরুপা আচার্য জানান এবারের বন্যা ও দাদা ঘূর্ণিঝড়ে ডেবরা ব্লকের ১৬০১৮ হেক্টর জমিতে চাষের ক্ষতি হয়েছে। আমরা তার পরে কিছু চাষীদের বিভিন্ন বীজ দিয়েছি এবং ৪৭ হাজার কৃষককে আমরা বাংলা শস্য বীমা যোজনার আওতায় আনতে পেরেছি। সেখান তারা ক্ষতি পূরণ পাবেন। তবে পরবর্তীতে ধান ক্ষেত্রে কী করবে তা নিয়ে কুল কিনারা খুঁজে পাচ্ছে না চাষীরা।