ঘূর্ণিঝড়এর দাপটে নষ্ট ফসল, ক্ষতির মুখে চাষিরা

ক্ষতির মুখে চাষিরা।

author-image
Adrita
New Update
h

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ ঘূর্ণিঝড় দানার প্রভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে বৃষ্টি, ভারী  বর্ষণের জেরে  সাঁকরাইলের সিন্দুরগৌরা  এলাকায় ভেঙে পড়ল‌ বাড়ি। অন্যদিকে ঘূর্ণিঝড় দানার প্রভাবে মাথায় হাত সাঁকরাইলের ধান চাষীদের। শেষ সময়ে বাকি  ছিল চাষের ফসল কেটে বাড়িতে তোলা, আর তার আগেই হানা দিয়েছে ঘূর্ণিঝড় দানা।

দানার প্রভাবে ঝাড়গ্রাম জেলা জুড়ে ছিল লাল সতর্কতা। শুরু হয়েছিল বৃষ্টিপাত সাথে চলছিল ঝড়ো হওয়ার দাপট। সেই দানার দাপটে নষ্ট চাষের ফসল। সাঁকরাইলের সিঁদুরগৌরা, ধানঘোরী, কুলডিহা, চাঁদপালসহ সাঁকরাইলের বিভিন্ন এলাকায় ধানের ক্ষতির মুখে চাষিরা। ধান পাকার মুখেই ধানের জমিতে জমেছে জল। শুয়ে পড়েছে ধানের গাছ। তাই বড় মাপের ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। 

i