একটা ক্লিকেই উধাও ৮০ হাজার টাকা, ক্রেডিট কার্ড দেওয়ার নামে প্রতারণা

ক্রেডিট কার্ড নিতে গিয়ে প্রতারণার শিকার হলেন পশ্চিম মেদিনীপুরের এক ব্যক্তি। KYC ফর্মের ভেরিফিকেশনের জন্য একটি লিঙ্ককে ক্লিক করতে বলা হয়। তারপরেই গায়েব ৮০ হাজার টাকা।

author-image
Tamalika Chakraborty
New Update
edit credit card.jpg

নিজস্ব সংবাদদাতা: কদিন আগেই ব্যাঙ্কে গিয়ে ক্রেডিট কার্ডের আবেদন করেন। আর তারপরেই আসে ফোন। আপনি ক্রেডিট কার্ডের আবেদন করেছেন। তাহলে লিঙ্কে ক্লিক করুন। KYC ভেরিফিকেশান হবে। ব্যাস লিঙ্ক খুলে ওটিপি দিতেই উধাও ৮০ হাজার টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হামিরপুর এলাকায়৷ এলাকার বাসিন্দা দিলীপ দে জানান, কদিন আগেই তিনি একটি রাষ্ট্রয়াত্ত্ব ব্যাঙ্কে ক্রেডিট কার্ডের আবেদন করেন।  এরপরেই তাঁর কাছে একটা ফোন আসে।  একটা ক্লিক করতেই উধাও হয়ে যায় ৮০ হাজার টাকা। ইতিমধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে ডেবরা থানার দ্বারস্থ হয়েছেন ওই ব্যাক্তি। অভিযোগ পাওয়ার পর পুরো বিষয়টি খতিয়ে দেখছে ডেবরা থানার পুলিশ।