নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ প্রায় ২০ দিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৬ নং জলিমান্দা গ্রাম পঞ্চায়েতের চকসাহাপুর এলাকায় একটি গ্রামীণ ঢালাই রাস্তা প্রায় ২ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হয়েছে। কিন্তু ২০ দিন পার হতেই ঢালাই রাস্তার বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। এলাকাবাসীরা এই নিয়ে ক্ষুব্ধ।
তারা অভিযোগ করেছে যে, ' রাস্তা ঢালাইয়ের নিম্নমানের কাজের জন্যই এই ঘটনা ঘটেছে। আমরা চাই সঠিকভাবে কাজ হোক। রাস্তার তৈরির ২০ দিন পরেই এমন অবস্থা হলে, এই রাস্তা আর কদিন টিকবে ? '
এ বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া বলেন, '' আমার কাছে এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ আসেনি। কেন এরকম হলো আমি ঠিকাদারের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবো। ''