শহীদ দিবস: সিপিএম, জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস- বাংলা থেকে বড় খবর

সিপিএম, জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস পালন করল শহীদ দিবস।

author-image
Aniket
New Update
jk

দিগ্বিজয় মাহালী: বৃহস্পতিবার ৬ জুন অর্থাৎ আজ দাসপুরের চেঁচুয়া হাটে পালন করা হল শহীদ দিবস। জানা যাচ্ছে, ১৯৩০ সালে আজকের দিনে ইংরেজদের গুলিতে দাসপুর থানা এলকার লবন সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম ১৪ জন বীর পুরুষ নিহত হন, আর সেই দিনটিকে স্বরণ করেই শহীদ দিবস পালন করে ৩ টি রাজনৈতিক দল যথাক্রমে সিপিএম, জাতীয় কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। ওই এলাকায় পৃথকভাবে ৩ টি দলের তরফেই পালন করা হয় এই দিবসটি। জানা গিয়েছে, একেবারে কংসাবতী নদী কিনারায় প্রথমে সিপিএমের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়। 

সেখানে সিপিএমের পক্ষ থেকে মৃগেনন্দ্রনাথ ভট্টাচার্য্য-এর শহীদ বেদীতে মাল্যদান করে তাৎক্ষণিক বক্তব্য রাখেন সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক সুনীল অধিকারী। ঠিক তার পাশেই জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শহীদ স্মৃতি মঞ্চে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে দাসপুর ১ ব্লক জাতীয় কংগ্রেস কমিটির পক্ষ থেকে।

x

এরপর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা নন্দনপুর ২ অঞ্চল শহীদ স্মৃতি সমিতির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল ঘাটাল সাংগঠনিক জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক কৌশিক কুলভী, দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভূঁইয়া, সঙ্গে ওই স্মৃতি সমিতি কমিটির সভাপতি গোপাল নন্দী সহ প্রমুখরা। ৬ জুন অর্থাৎ আজকের দিনে কেনই বা দাসপুরের মাটিতে শহীদ দিবস পালন করা হয় তা নিয়ে তিনটি পৃথক দল থেকে বক্তব্য রাখেন অনেকেই।

Add 1

West Bengal | Daspur | CPIM | TMC | Congress   . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . . . ,. . . . . , , , , , , , m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m m n n n n n n n n n n n n n n n n n