১০ মার্চ সন্দেশখালিতে সিপিএমের সভা!

১০ মার্চ শাসক দলের ব্রিগেড সভা। সেইদিনই সন্দেশখালিতে সভা করতে চায় সিপিএম। পুলিশের অনুমতি না মিললেও আলিমুদ্দিন এই বিষয়ে অনড়।

author-image
Shroddha Bhattacharyya
New Update
OOJ

নিজস্ব সংবাদদাতা: আগামী ১০ মার্চ ব্রিগেডের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সভার নাম রেখেছে 'জনগর্জন' সভা। গতকালই এই সভা সম্পর্কে অভিষেক বন্দোপাধ্যায় মন্তব্য করেন, "১০ মার্চ ট্রেলার দেখাবে তৃণমূল কংগ্রেসে। ভোটের দিন দেখাবে পুরো সিনেমা।" বোঝাই যাচ্ছে কেন্দ্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে, সিপিএম এই দিনটিকেই সন্দেশখালিতে সভা করার জন্য বেছে নিয়েছে। সভার জন্য পুলিশের অনুমতি এখনও পাওয়া যায়নি। রাজ্যের শাসক দল যেদিন সভা করবে সেদিনই সভা করতে চান আলিমুদ্দিন। এবিষয়ে তিনি একেবারে অনড়।

add 4.jpeg


cityaddnew

স

স