নিজস্ব সংবাদদাতা: কিছুদিন আগে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে বামেরা নতুন স্লোগান দেয়, 'দেখ খুলে রে ত্রিনয়ন! তিহাড় জেলে কম্বল পেতে শুয়ে আছে উন্নয়ন'। বৃহস্পতিবার সেই 'শুয়ে থাকা উন্নয়ন'-এর হাতে গুড় বাতাসা তুলে দিতে সটান তিহাড় জেলে (Tihar Jail) পৌঁছে গেল সিপিএম (CPIM) শ্রমিক সংগঠনের ৬ জন সদস্য। বুধবার দিল্লির রামলীলা ময়দানে (Ramlila Maidan) বাম শ্রমিক, কৃষক, খেতমজুর সংগঠনের মহাসমাবেশে বাংলা থেকেও কয়েক হাজার সিপিএম কর্মী দিল্লি গেছে। সঞ্জয় ঘোষাল, অজিত দাস, মহম্মদ সেলিম, বিজয় দত্ত, নারায়ণ দলুই এবং কালাচাঁদ দাস গেলো জেল বন্দি 'বাঘকে' দেখতে। তবে সাধ পূর্ণ হলো না।