তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে দুর্গাপুরে পথে CPIM

ডিওয়াইএফআইয়ের মিছিলে এবং সিপিএমের দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিআইএম।

author-image
Probha Rani Das
New Update
COVghER

নিজস্ব সংবাদদাতাঃ ডিওয়াইএফআইয়ের মিছিলে এবং সিপিএমের দলীয় কার্যালয়ে তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগে বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারে রাস্তায় নামল সিপিএম। 

WhatsApp Image 2024-08-29 at 8.22.12 PM

ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহুরাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহাপ্রাক্তন সাংসদ বংশ গোপাল চৌধুরীপ্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী সহ জেলা ও রাজ্য নেতৃত্ব দেয়। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু হয় এই মিছিল। মিছিলে রোড ছিল স্টেডিয়াম হয়ে দুর্গাপুর নগর নিগম পর্যন্ত।

WhatsApp Image 2024-08-29 at 8.22.43 PM

পুলিশ সেই মিছিলের অনুমতি না দেওয়াই গান্ধী মোড়ের জাতীয় সড়কের সার্ভিস রোড হয়ে নগর নিগম যাওয়ার চেষ্টা করে। ফের দুর্গাপুরের নগর নিগম মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে সিপিএম কর্মী সমর্থকরা। পুলিশের সাথে শুরু হয় সিপিএম কর্মীদের বচসা থেকে ধস্তাধস্তি। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফিসেক গুপ্তার নেতৃত্বে সেই পরিস্থিতি সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী।

WhatsApp Image 2024-08-29 at 8.21.41 PM

সিটুর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু বলেনআমাদের কর্মীদের ওপর নিশংস ভাবে ছুড়ে হামলা চালালো তৃণমূলের দুষ্কৃতীরা। আবার আমাদের  শান্তিপূর্ণ মিছিলকেই বাধা দিচ্ছে দলদাস পুলিশ। আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। পুলিশ কথা দিতে এলে প্রতিরোধ হবে। যতদিন না আর জি করের বিচার পাওয়া যাবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে সিপিএমের।”