নিজস্ব সংবাদদাতা: বীরভূমের (Birbhum) মাটি থেকে জেলে থাকা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নাম না করে হুঁশিয়ারি দিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায় (Minakshi Mukherjee)। ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্য়ায় দাবি করেন যে বাঘ যদি বাঘের মতো থাকে, বিরল প্রজাতির হয় তাহলে মানুষের দায়িত্ব তাকে সংরক্ষণ করা। কিন্তু বাঘ মানুষখেকো হয়ে গেলে বাঘকে মেরে চামড়া দেওয়ালে টাঙিয়েও রাখতে হয়। এতেই দুইয়ে দুইয়ে চার করে ফেলেছে অনেকেই। অনুব্রতকে বীরভূমের বাঘ আখ্যা দিয়েছিলেন খোদ ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাই এই বাঘ বলতে নেত্রী কাকে আক্রমণ করলেন সেটা আর বুঝতে বাকি নেই কারুর।