নৈহাটির ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সিপি বদল, নয়া দায়িত্বে কে?

নৈহাটির তৃণমূল নেতা খুনের পরই বদলি ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বদলি সিপি। আলোক রাজেরিয়ার বদলে এবার ব্যারাকপুরের নয়া সিপির দায়িত্বে কারা বিভাগের ডিআইজি অজয় কুমার ঠাকুর।

author-image
Jaita Chowdhury
New Update
Aloke-rajoriya

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা:bনৈহাটির তৃণমূল নেতা খুনের পরই বদলি ব্যারাকপুরের পুলিশ কমিশনার। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বদলি সিপি (Transfer CP Barrackpore Commissonerate)।

IMG-20250201-WA0015
ফাইল চিত্র

 

 আলোক রাজেরিয়ার বদলে এবার ব্যারাকপুরের নয়া সিপির দায়িত্বে কারা বিভাগের ডিআইজি অজয় কুমার ঠাকুর। আলোক রাজেরিয়াকে পাঠানো হল ট্রাফিক বিভাগে। সেখানকার ডিআইজির দায়িত্ব পেলেন তিনি। এই বদলি রুটিনমাফিক বলেই দাবি রাজ্য পুলিশের।