নিজস্ব সংবাদদাতাঃ অশান্ত বাংলাদেশের পরিস্থিতির মধ্যেই এবার সীমান্তে গরু পাচারের অভিযোগের কথা সামনে এল। সূত্র মারফত জানা গিয়েছে যে, কোচবিহারের মেখলিগঞ্জের খোলা সীমান্ত থেকে অবাধে গরু পাচারের ঘটনা সামনে এসেছে।
আরও জানা গিয়েছে যে, এই সীমান্ত থেকেই দুষ্কৃতীরাও অবাধে প্রবেশ করে।
এই রাস্তা দিয়েই বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে তিন বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা। বিএসএফ এই ঘটনাকে আটকানোর চেষ্টা চালাচ্ছে।