সীমান্তে অবাধে চলছে গরু পাচার, প্রতিরোধে বিএসএফ

বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে তিন বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা।

author-image
Adrita
New Update
া

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ অশান্ত বাংলাদেশের পরিস্থিতির মধ্যেই এবার সীমান্তে গরু পাচারের অভিযোগের কথা সামনে এল। সূত্র মারফত জানা গিয়েছে যে, কোচবিহারের মেখলিগঞ্জের খোলা সীমান্ত থেকে অবাধে গরু পাচারের ঘটনা সামনে এসেছে।

বাংলার সীমান্তে গরু পাচার চক্র কোন ছকে চলছে! হাড়হিম করা তথ্য উঠতে শুরু  করেছে | How Cow smuggling going in in West Bengal Bangladesh border -  Bengali Oneindia

আরও জানা গিয়েছে যে, এই সীমান্ত থেকেই দুষ্কৃতীরাও অবাধে প্রবেশ করে।

গরু পাচার: ভারত বাংলাদেশ সীমান্তে তৎপর চক্রের সাথে বিএসএফ-এর যোগসাজশের  চিত্র বেরিয়ে আসছে দিল্লির তদন্তে - BBC News বাংলা

এই রাস্তা দিয়েই বাংলাদেশ থেকে এসে এপার থেকে গরু নিয়ে তিন বিঘা করিডর ধরে সহজেই ওপারে চলে যায় পাচারকারীরা। বিএসএফ এই ঘটনাকে আটকানোর চেষ্টা চালাচ্ছে।