নিজস্ব প্রতিনিধি, জামুড়িয়াঃ রাতের অন্ধকারে গরু পাচার (Cow Smuggling) হয়ে যাচ্ছিল বলে অভিযোগ। যদিও ১১:৩০টা নাগাদ জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির নিঘা ২ নম্বর জাতীয় সড়কের ওপর স্থানীয় ব্যক্তিদের তৎপরতায় এক গরু পাচারকারী ট্রাক আটক করা হয়। গাড়িতে প্রায় ৪০টির ওপর গরু ছিল, তার মধ্যে একটা বাচ্চা মৃত অবস্থায় পাওয়া যায়। এদিকে এই খবর পাওয়ার সাথে সাথে জামুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি গরু এবং গাড়ির চালককে হেফাজতে নিয়ে নেয়। প্রশ্ন একটাই রয়ে যাচ্ছে যে এর আগেও বিহার ঝাড়খন্ড থেকে বহু গরু পাচার করতে গিয়ে একাধিক লোক ধরা পড়েছে এই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হাতে, তাহলে এর তদন্ত হচ্ছে না কেন ? তাহলে কি গরু পাচার চক্র পশ্চিম বর্ধমান জেলায় সক্রিয়? বারংবার গরু সমেত গাড়ি পুলিশের জালে ধরা পড়ায় প্রশ্ন উঠছে।