নিজস্ব সংবাদদাতা: আইনি জটিলতার কারণে, কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের নির্বাচন দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ ছিল। নির্বাচনের অনুমতি পেতে মামলা গড়ায় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে। কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের সুষ্ঠু নির্বাচন ও পরিবর্তিত নির্বাচন কেন্দ্রগুলিতে আধা সামরিক বাহিনী দিয়ে ভোটের দাবিতে কোর্টের দ্বারস্থ হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অবশেষে কোর্টের নির্দেশে আজকের দিনটা ধার্য হয় নির্বাচনী দিন হিসেবে।
ব্যাংকের মোট ১৫ টি ভোট কেন্দ্রের মধ্যে, স্থান পরিবর্তিত ৫ টি ভোট কেন্দ্রে ১৫ জন করে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই নির্বাচন চলছে। সকাল ন'টা থেকে দুপুর দু'টো পর্যন্ত চলে এই নির্বাচন প্রক্রিয়া।
কাঁথি এক দুই তিন চার ও এগরা কেন্দ্রে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রায় ৮২ হাজার মেম্বার আজ অংশগ্রহণ করেছে এই ভোট প্রক্রিয়ায়। এখান থেকেই উঠে আসছে ১০৮ জন প্রতিনিধি। প্রতিনিধিদের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হবে ১৫ জন ডাইরেক্টর এবং সরকার মনোনীত তিনজন ডাইরেক্টর। এছাড়াও ঠিক হবে কে হবে কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান।
এই নির্বাচন ঘিরে শাসকবিরোধী সব শিবিরই প্রস্তুত। রাত জেগে চলেছে প্রার্থীর বুথ কেন্দ্র তৈরি। রাত থেকে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই, এদিন প্রতিটি বুথে মোতায়েন করা হয় কেন্দ্র বাহিনী।