আদালতে বড় ধাক্কা বিধায়ক জীবনকৃষ্ণর!

আদালতে বড় ধাক্কা খেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আদালতের নির্দেশে এবার ভাঙা পড়তে চলেছে বিধায়কের কার্যালয়টি।

author-image
Pallabi Sanyal
New Update
3

নিজস্ব সংবাদদাতা : আদালতে বড় ধাক্কা খেলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। আদালতের নির্দেশে এবার ভাঙা পড়তে চলেছে বিধায়কের কার্যালয়টি। বড়ঞা ব্লকের আফ্রিকা মোড়ের কাছে ২০২১ সালে নির্মাণ হয়েছিল  তৃণমূল বিধায়কের অফিসটি। সরকারের জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা।  আদালতের নির্দেশে বিধায়কের অফিস ভাঙার প্রস্তুতি শুরু হলেও বাধার মুখে পড়ে পুলিশ-প্রশাসন। তারপরই সিঙ্গল বেঞ্চের নির্দেশের পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। সেই মামলাতেই ধাক্কা খেলেন জীবন। বহাল থাকে সেই সিঙ্গেল বেঞ্চের রায়। অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরীর ডিভিশন বেঞ্চ।