ডেবরায় নিষিদ্ধ কফ সিরাপ কান্ডে প্রায় ৮ মাস পর ছাত্র নেতার জামিন মঞ্জুর আদালতের

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে নিষিদ্ধ কফ সিরাপ ভর্তি গাড়ি উদ্ধার করে ডেবরা থানার পুলিশ। তৃণমূল ছাত্র নেতা সমর পালের নাম জড়িয়ে এই ঘটনাটি বিশাল আলোড়ন সৃষ্টি করেছে।

author-image
Debapriya Sarkar
আপডেট করা হয়েছে
New Update

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের ২৫ জুলাই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আষাড়ী লোয়াদা রাজ্য সড়কে নিষিদ্ধ কফ সিরাপ ভর্তি একটি গাড়ি উদ্ধার করে ডেবরা থানার পুলিশ। ঘটনার পর কয়েকদিনের মধ্যে পুলিশ দুজনকে গ্রেফতার করে। তবে, কিছুদিন পর এ ঘটনায় তৃণমূলের ছাত্র নেতা সমর পালের নাম উঠে আসে, যিনি ডেবরা ব্লক তৃণমূল সভাপতি ঘনিষ্ঠ বলে পরিচিত। সমর পাল মূল অভিযুক্ত বলে জানা গিয়েছে এবং তিনি বেশ কিছুদিন ধরে পলাতক ছিলেন।

Aa

গত কয়েকমাস ধরে মেদিনীপুর আদালত সমর পালের জামিন আবেদন বাতিল হয়। এরপর তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন, কিন্তু সেখানেও তাঁর জামিন মঞ্জুর হয়নি। অবশেষে, কিছুদিন আগে সমর পাল জামিনে মুক্ত হন।

publive-image

সূত্রের খবর অনুযায়ী, পিকআপ ভ্যান থেকে উদ্ধার হওয়া নিষিদ্ধ কফ সিরাপের পরিমাণ ছিল প্রায় ১৪ হাজার বোতল, যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এই সিরাপ ভোপাল থেকে বড় গাড়িতে করে ডেবরায় আনা হত। পরে ডেবরার একটি স্টেকিয়ার্ডে রাতের অন্ধকারে খালাস করে অন্য গাড়িতে করে সিরাপটি বাংলাদেশ এবং আসামের দিকে পাচার করা হত। এই ঘটনায় মোট ৬ জনের নাম জড়িয়েছে, যার মধ্যে গাড়ির মালিক এবং ড্রাইভার বর্তমানে জেলে রয়েছেন এবং তাঁদের জামিন এখনও মঞ্জুর হয়নি।