পিটিয়ে খুন! ১০ বছর পর সাজা ঘোষণা আদালতের

পারিবারিক বিবাদের জেরে ২০০৯ সালের ২৩ জুন ঝাড়গ্রামের শিলদা এলাকায় রানী রাজুয়ার নামে এক মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে রঞ্জিত কদমার বিরুদ্ধে।

author-image
Pallabi Sanyal
New Update
আসামী

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : পারিবারিক বিবাদের জেরে ২০০৯ সালের ২৩ জুন ঝাড়গ্রামের শিলদা এলাকায় রানী রাজুয়ার নামে এক মহিলাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে রঞ্জিত কদমার বিরুদ্ধে। বিনপুর থানায় রঞ্জিত কদমা সহ পাঁচ জনের নামে অভিযোগ দায়ের হয়। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ রঞ্জিত কদমা সহ বাকিদের গ্রেফতার করে। ২০১৩ সালের ২১ মার্চ এই মামলার চার্জশিট গঠন হয়। মোট আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত। বৃহস্পতিবার এই খুনের মামলায় ঝাড়গ্রাম সেশন জাজ অভিযুক্ত রঞ্জিত কদমাকে ১০ বছরের কারাদণ্ড এবং কুড়ি হাজার টাকা জরিমানা করেন। অনাদায় আরো ছয় মাসের কারাদণ্ড নির্দেশ দিয়েছেন বিচারক।