নিজস্ব প্রতিনিধি: প্রয়াগরাজ যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু দম্পতির। জানা গিয়েছে, শুক্রবার মধ্যরাতে ধানবাদ এর কাছে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে প্রাইভেটকারটি।
দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে দম্পতি সহ বাকি যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসাকরা। মৃত্যু হয়েছে গড়বেতার নলেপা এলাকার বাসিন্দা প্রণব সাহা এবং তার স্ত্রী শ্যামলী সাহার। ঘটনায় আরো কয়েকজন আহত বলেই খবর সূত্রের। শনিবার সকালে খবর এসে পৌঁছায় গড়বেতা থানায়। ইতিমধ্যেই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবারের সদস্যরা।