কড়া নিরাপত্তায় মোড়া ভোটের গণনা

১১ জুলাই, মঙ্গলবার, রাজ্যের পঞ্চায়েত ভোটের ফলাফল ঘোষণা হবে। এদিন সকাল থেকেই শুরু হবে গণনা। তবে ভোটের দিন যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল, তা যাতে আবার না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

author-image
Ritika Das
New Update
security.jpg

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত ভোটে যে ভাবে রাজ্যের আইনশৃঙ্খলা লঙ্ঘন হয়েছে, হিংসার এবং মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই ঘটনা যাতে পুনরায় না ঘটে, তার জন্য মঙ্গলবার সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় বাহিনী। ১১ জুলাই, মঙ্গলবার বঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হবে। এদিন সকাল থেকেই শুরু হবে গণনা। 

পঞ্চায়েত ভোটের গণনা কেন্দ্রে রয়েছে কড়া নিরাপত্তা। দক্ষিণ ২৪ পরগনায় অবস্থিত নারায়ণতলা রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে হবে ভোটের গণনা। সেখানে মঙ্গলবার সকাল থেকেই দেখা গেল, নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করা হয়েছে।