আরো এক দুর্নীতি! ইডির তল্লাশি! নাম জড়ালো পোস্ট মাস্টারের

রাজ্যে মাথা চাড়া দিয়ে উঠলো আরো এক দুর্নীতির তদন্ত। আসরে ইডি। দিনভর ব্যাপক তল্লাশি চললো পেশায় পোস্ট মাস্টার পাঁশকুড়ার এক বাসিন্দার বিরুদ্ধে। গ্রেফতারির পর জামিনে ছাড়া পেলেও এবার ইডির দফতরে তলব করা হল তাকে।

author-image
Pallabi Sanyal
New Update
11111111

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : ২০১৮ সালে পূর্ব মেদিনীপুরের ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার ছিলেন পাঁশকুড়ার বাসিন্দা লক্ষ্মণ হেমব্রম। সেই পোস্ট অফিসে থাকাকালীন প্রায় ৫কোটি টাকা তছরূপের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। যার ফলে ময়নার ওই পোস্ট অফিস থেকে তাকে স্থানান্তরিত করা হয় কোলাঘাটের নতুন বাজার পোস্ট অফিসে। ২০১৯ সালে তাকে সাসপেন্ড করা হয় কোলাঘাট নতুন বাজার পোস্ট অফিস থেকে। রামচন্দ্রপুরে পোস্টমাস্টার থাকাকালীন তার নামে অভিযোগ উঠলে ২০২০ সালে তাকে গ্রেফতার করে পুলিশ। তারপর জামিনে ছাড়া পায় লক্ষ্মণ হেমব্রম। এবার পাঁশকুড়ার ৪নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষ্মণ হেমব্রম এর বাড়িতে এল  ইডির ৬ জনের টিম। সকাল ৮ টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ এবং ঘর তল্লাশি। এই লক্ষ্মণ হেমব্রমের আদি বাড়ি পাঁশকুড়ায় নস্করদিঘীতে, সেখান থেকেই কয়েক বছর আগে পাঁশকুড়া পৌরসভায় জায়গা কিনে প্রসাদসমান বাড়ি তৈরি করেন তিনি। ৮ সেপ্টেম্বর ফের লক্ষ্মণ হেমব্রমকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠায় ইডি।