প্রতিবন্ধী দিবস উদযাপনে মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও

আজ প্রতিবন্ধী দিবস।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
গ

নিজস্ব সংবাদদাতা, খড়গপুরঃ আজ ৩ রা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে উদযাপিত হয় সমগ্র বিশ্ব তথা বাংলায়। ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকান্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা। আজ সে উদ্দেশ্যেই, খড়্গপুরের মহকুমা শাষক শ্রী পাতিল যোগেশ অশোক রাও পৌঁছে গিয়েছিলেন খড়্গপুরের নিমপুরা এলাকার প্রতিবন্ধী পূনর্বাসন কেন্দ্রে।

আজ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নানা স্বাদে সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো এছাড়াও আরো বিনোদন মূলক কর্মসুচী তে অংশগ্রহণ করেন। মহকুমা শাসক স-গুনে সমস্ত ছাত্রছাত্রীদের আয়োজিত এই অনুষ্ঠানে সমর্থন ও উৎসাহ প্রদান করেন এবং প্রত্যেকের সুদৃড় ভবিষ্যতের সংকল্প দৃঢ় করেন।