বড় খবর: ফাঁপরে BJP বিধায়ক! পাঠানো হলো নোটিস! এবার গ্রেফতার?

বিপুল কৃষি ঋণ নিয়েও শোধ করছেন না। মঙ্গলবার ময়নাগুড়ির বিজেপি বিধায়ক কৌশিক রায়কে নোটিস পাঠালো সমবায় কর্তৃপক্ষ। এমনটা না করতে পারলে সেক্ষেত্রে আইনি পদক্ষেপ করবে সমবায় কর্তৃপক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
bjpmla

নিজস্ব সংবাদদাতা: বিপুল কৃষি ঋণ (Agricultural Loan) নিয়েও শোধ করছেন না। মঙ্গলবার ময়নাগুড়ির বিজেপি বিধায়ক (BJP MLA) কৌশিক রায়কে (Kaushik Roy) নোটিস (Notice) পাঠালো সমবায় কর্তৃপক্ষ (Cooperative Authorities)। বলা হয়েছে আগামী ১০ মে-র মধ্যে সমস্ত ঋন পরিশোধ (Debt) করতে হবে তাঁকে। এমনটা না করতে পারলে সেক্ষেত্রে আইনি পদক্ষেপ করবে সমবায় কর্তৃপক্ষ। ২০১০ সালে ময়নাগুড়ির চুকানী পাড়া সমবায় উন্নয়ন সমিতি থেকে ২৩ হাজার টাকা ঋণ নেন কৌশিক। ঋণ বাবদ নেওয়া অর্থের সুদের পরিমাণ এখন ২৯,৪৭৫ টাকা। সুদ আসল সব মিলিয়ে তাঁকে দিতে হবে ৫২,৪৭৫ টাকা।