অস্বাস্থ্যকর! ঘোলা জলে রান্না হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নেই নিজস্ব ভবন,খোলা আকাশের নিচে হয় রান্না,অনুপযোগী পানীয় জল,জলের ট্যাঙ্ক থেকে বেরোচ্ছে ঘোলাটে জল। সেই জলেই হয় রান্না। চন্দ্রকোনায় এমনই বেহালদশার অভিযোগ তুলে অঙ্গওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অবিভাবকদের।

author-image
Pallabi Sanyal
New Update
১১১১১১১১১১

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নেই নিজস্ব ভবন,খোলা আকাশের নিচে হয় রান্না,অনুপযোগী পানীয় জল,জলের ট্যাঙ্ক থেকে বেরোচ্ছে ঘোলাটে জল। সেই জলেই হয় রান্না। এমনই বেহালদশার অভিযোগ তুলে অঙ্গওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অবিভাবকদের।  সমস্ত অভিযোগ স্বীকার করলেন কেন্দ্রের সহায়িকা। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৫ নং ওয়ার্ডের বেগুনবাড়ি এলাকার ১১২ নম্বর সেন্টারের। এলাকার মানুষজনের অভিযোগ, প্রতিনিয়ত নোংরা পানীয় জলে রান্না হয়,এমনকি খোলা আকাশের নিচে গাছ তলাতেও রান্না করতে দেখা গিয়েছে একাধিকবার,স্কুল চত্ত্বর অস্বাস্থ্যকর,  যেখানে সেখানে নোংরা - আবর্জনা পড়ে রয়েছে। মঙ্গলবার এক অভিভাবক দেখতে পান যে পানীয় জলের ট্যাঙ্ক থেকে জল নিয়ে রান্না করা হচ্ছে সেই জল থেকে বেরিয়েছে কেঁচো।এতেই  বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা।তাদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে এমনই বেহাল অবস্থায় চলছে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। একাধিকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি।যদিও এ বিষয়ে অঙ্গওয়াড়ি কেন্দ্রের  সহায়িকা শ্যামাশ্রী রায় বলেন যে,অঙ্গনওয়াড়িমম কেন্দ্রের নিজস্ব কোনো ভবন নেই,এলাকার প্রাথমিক বিদ্যালয়ে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রেটি,তাই এই সমস্যা দেখা দিয়েছে। কিন্তু বছরের পর বছর ধরে প্রশাসনকে বারে বারে জানিয়েও কোন কাজ হয়নি বলে জানান তিনি।শিশুদের পুষ্টি ও পড়াশোনা নিয়ে এমন অবহেলার ছবি দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।