মধ্যবিত্তের জন্য সুখবর! ভোটের মধ্যেই দাম কমল রান্নার গ্যাসের, মুহূর্তে শোরগোল

গ্রীষ্মের দাবদাহে নাজেহাল রাজ্যবাসী। এই গরমের মধ্যে চলছে ২০২৪ লোকসভা নির্বাচন। এরই মধ্যে দেশ জুড়ে এক ধাক্কায় কমে গেল রান্নার গ্যাসের দাম।

author-image
Probha Rani Das
New Update
cylinderrq3.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ক্রমশ বেড়ে চলেছে রোদের তেজ। গ্রীষ্মের তীব্র দাবদাহের মাঝেই ভোট উত্তাপে পুড়ছে রাজ্য। এপ্রিল মাস থেকে শুরু হয়ে গিয়েছে ২০২৪ লোকসভা নির্বাচন। ইতিমধ্যে দু দফার ভোটগ্রহণ সম্পন্ন হয়ে গিয়েছে। চলতি মাস অর্থাৎ মে মাস গোটাটাই কাটবে লোকসভা ভোট নিয়ে। এর মাঝেই চলতি মাসের শুরুতে সুখবর পাওয়া গেল। মে মাসের পয়লা তারিখেই দাম কমেছে এলপিজি গ্যাস সিলিন্ডারের

চলতি মাসের প্রথম দিনেই দেশ জুড়ে এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম কমে গেছে। ভোট পর্বের মাঝেই ইন্ডিয়ান অয়েলের তরফে ঘোষণা করে এই খবর জানানো হয়েছেএই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে।

cylinderrq1.jpg

চলতি মাসের প্রথম দিনেই রান্নার গ্যাসের দাম কমায় দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, কলকাতা সহ দেশ জুড়ে মেট্রো শহর গুলিতে কমে গিয়েছে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। বহু অপেক্ষার পর এমন এক খুশির সংবাদ পেয়েছে রাজ্যবাসীও।

১ লা মে থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে গিয়েছে ২০ টাকা। এপ্রিলে যে গ্যাসের দাম ছিল ১৮৭৯ টাকা, সেটা মে মাস থেকে কমে দাঁড়াল ১৮৫৯ টাকা। দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। এপ্রিল মাসে যেখানে দাম ছিল ১৭৬৪.৫ টাকা, এখন সেই দাম কমে হয়েছে ১৭৪৫.৫ টাকা।

cylinderrq2.jpg

মুম্বইতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কমেছে ১৯ টাকা। অর্থাৎ আগে যে সিলিন্ডার গুলি ১৭১৭.৫ টাকা দাম পড়ত, এখন সেগুলি পাওয়া যাবে ১৬৯৮.৫ টাকায়। চেন্নাইয়েও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৯ টাকা কমে ১৯৩০ টাকার বদলে হয়েছে ১৯১১ টাকা।

তবে গ্যাসের সিলিন্ডারের এই দাম কমছে শুধুমাত্র বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই। ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ এপ্রিলের মতোই মে মাসেও কলকাতায় গ্যাসের সিলিন্ডার প্রতি দাম পড়বে ৮২৯ টাকা। রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দিল্লিতে পড়বে ৮০৩ টাকা এবং মুম্বইতে ৮০২.৫ টাকা। এছাড়াও চেন্নাইতে গ্যাসের সিলিন্ডারের দাম পড়বে ৮১৮.৫ টাকা। লোকসভা ভোটের মাঝে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন না আসায় মধ্যবিত্ত মানুষের মধ্যে হতাশা একপ্রকার রয়েই গেল।