কোচবিহারের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে! খোঁচা নিশীথের

কোচবিহার থেকেই দলের নতুন কর্মসূচির শুরুয়াদ করেছেন অভিষেক। তাকে অপরিক্ক নেতা বলে কটাক্ষ করলেন নিশীথ। এ ছাড়াও তৃণমূল সাংসদ কোনোদিন বুথের রাজনীতি করেননি বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ।

author-image
Pallabi Sanyal
New Update
abhishek nisith

অভিষেক বন্দ্যোপাধ্যায় - নিশীথ প্রামাণিক

নিজস্ব সংবাদদাতা : কোচবিহারে তৃণমূলের কর্মসূচি নিয়ে এবার মুখ খুললেন কোচবহারের বিজপি সাংসদ নিশীথ প্রামাণিক। তুফানগঞ্জের গণইস্তফার ঘটনায় সুর চড়িয়েছেন তিনি। নিশানা করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোচবিহার থেকেই দলের নতুন কর্মসূচির শুরুয়াদ করেছেন অভিষেক।  তাকে অপরিক্ক নেতা বলে কটাক্ষ করলেন নিশীথ। বলেন," ভাইপোর ফ্লপ শো সারা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছেন। কোচবিহারের যখন যেখানে গিয়েছেন, যে মঞ্চে গিয়েছেন, সেই মঞ্চের সামনে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। যাঁরা সেখানে প্রার্থী নির্বাচনের জন্য গিয়েছিলেন, তাঁরা নিজেদের মধ্যে গণ্ডগোল করেছেন।” এ ছাড়াও তৃণমূল সাংসদ কোনোদিন বুথের রাজনীতি করেননি বলে কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ। প্যারাশ্যুট থেকে নেমে অভিষেকের এসি গাড়ি নিয়ে গিয়ে বিলাসবহুল তাঁবু বানানো নিয়েও প্রশ্ন তুলেছেন নিশীথ। টাকার উৎস কী তা নিয়েও উঠেছে প্রশ্ন।