নিজস্ব প্রতিবেদন : উত্তর দিনাজপুরের হেমতাবাদের বাঙ্গালবাড়ি হাইস্কুলে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান তোলায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী সত্য়জিৎ বর্মনের অনুগামীদের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছে বিজেপি, যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
জানা গেছে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী ও হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্য়জিৎ বর্মন। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনুষ্ঠানে আর জি কর নিয়ে একটি নৃত্যনাট্য চলছিল। সেখানে "উই ওয়ান্ট জাস্টিস" স্লোগান উঠলে, মন্ত্রীর অনুগামীরা অনুষ্ঠান বন্ধ করতে চাপ দেন।বিজেপির সহ সভাপতি নিমাই কবিরাজ বলেন, "মন্ত্রীর আসার সময় প্রতিবাদ হচ্ছিল, তখন হেড মাস্টারকে ডেকে হুমকি দেওয়া হয় অনুষ্ঠান বন্ধের।"
অন্যদিকে, সহকারী প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডল দাবি করেছেন যে, সময়ের অভাবে নৃত্যনাট্য বন্ধ করতে হয়েছে। তিনি জানান, "মন্ত্রীর আসতে দেরি হয়েছিল। সেদিনের জন্য সময়ের অভাবে অনুষ্ঠান বন্ধ করতে হয়।" এখন প্রশ্ন উঠছে, আসলে কী কারণে অনুষ্ঠান বন্ধ করা হলো—সময়ের অভাব, নাকি মন্ত্রীর অনুগামীদের চাপ? এ বিষয়ে শিক্ষা প্রতিমন্ত্রী সত্য়জিৎ বর্মন জানান, "আমি জানি না। আমি দেরিতে পৌঁছাই, এরপর কী হয়েছে জানি না।" এই ঘটনা আবারও কণ্ঠরোধের অভিযোগকে সামনে আনছে, যেখানে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছে।