পঞ্চায়েত কার্যালয়ের ভিতর ঠিকেদারের জন্মদিন পালন ঘিরে বিতর্ক

জন্মদিন পালন ঘিরে বিতর্ক।

author-image
Adrita
New Update
া

নিজস্ব সংবাদদাতা, অন্ডাল: পঞ্চায়েত কার্যালয়ের ভিতর এক ঠিকাদারের জন্মদিন পালন করা নিয়ে তৈরি হল বিতর্ক। জানা গিয়েছে, এটি অন্ডাল ব্লকের উখরা পঞ্চায়েতের ঘটনা। কার্যালয়ের ভেতর ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দাই সরব হয়েছে বিরোধীরা।

কিছুদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের একটি পুলিশ স্টেশনে তৃণমূলের এক নেতার জন্মদিন পালন ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম আরো বেশ কিছু ঘটনার উদাহরণ রয়েছে। এবার একই চিত্র দেখা গেল অন্ডাল ব্লকের উখরা গ্রাম পঞ্চায়েতে। সোমবার কার্যালয়ের ভিতর পালন করা হয় গৌতম সরকার নামে এক ঠিকাদারের জন্মদিন। কাটা হয় কেক, করা হয় মিষ্টিমুখ। জন্মদিন পালনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান মিনা কোলে, উপপ্রধান শরণ সাইগলসহ অন্যরা। এই ঘটনায় ক্ষুব্ধ দলেরই একাংশ। ঠিকাদারের জন্মদিন পালন নিয়ে নিন্দায় সরব হয়েছে তারা। এই ঘটনা প্রকাশ্যে আসতে সরব হয়েছে বিরোধীরাও। তাদের বক্তব্য, ' এই ঘটনায় প্রমাণ হয় ঠিকাদারদের সাথে শাসক দলের জনপ্রতিনিধি ও নেতাদের গোপন যোগসাজশের।

এই প্রসঙ্গে বিজেপি নেতা শ্রীদীপ চক্রবর্তী জানান, কারো জন্মদিনের বিরুদ্ধে তারা নন যার জন্মদিন হয়েছে তাকে তিনি শুভেচ্ছা জানান কিন্তু সরকারি অফিসে কোন একজনের জন্মদিন পালন করার জন্য তীব্র ধিক্কার জানান। তিনি বলেন যে অফিস সাধারণ মানুষের যেখানে সাধারন মানুষের বসার জায়গা হয় না সেখানে কোন একজন ঠিকাদারের জন্মদিন পালন একেবারেই কাম্য নয়। পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে তিনি বলেন এটা তৃণমূলের কালচার হয়ে গেছে। এর তীব্র বিরোধিতা করছেন তিনি এবং তার দল।

যদিও এই বিষয়ে পঞ্চায়েত উখড়া পঞ্চায়েতের প্রধান মিনা কোলে ও উপপ্রধান সরণ সাইগল জানান, '' সস্তার রাজনীতি করছে বিরোধী দলের লোকেরা। উপপ্রধান সরণ সায়গল এও বলেন, যার জন্মদিন পালন করা হয়েছে সে তৃণমূল দলের একজন কর্মী,পাশাপাশি সে পঞ্চায়েতের ঠিকাদারি ও করে। তবে প্রশ্ন থেকেই যাই তৃণমূলের কর্মীই হোক বা ঠিকাদার সরকারি অফিসের মধ্যে জন্মদিন পালন কতটা যুক্তিযুক্ত ?