নিজস্ব সংবাদদাতা: সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আবাস যোজনার তালিকা নিয়ে ক্ষোভ উঠে আসছে। কাটোয়ার পর আবাস যোজনাকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরে। অভিযোগ, হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও। গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়।
হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙি গ্রামের বাসিন্দাদের কারও নাম আবাস যোজনা তালিকায় নেই, তা কার্যত স্বীকার করে নিলেন বিডিও। অনেকে আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু নতুন করে তালিকায় নাম ঢোকানো সম্ভব নয়। ঘটনায় তীব্র আক্রমণ করা হয়েছে বিজেপির তরফে। বিজেপির তরফে আক্রমণ করে বলা হয়েছে, দিদিমণি সঠিক তালিকা পাঠালে বলতাম বাংলায় কাঁচা বাড়ি নেই।
কাটোয়ায় আবাস যোজনার তালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তালিকায় একজনের নাম পাঁচবার রয়েছে। তবে স্বামী ও বাবার নাম আলাদা রয়েছে। সারা গ্রাম ঘুরে সেই উপভোক্তাকে খুঁজে পাওয়া যায়নি। গ্রামবাসীরা জানিয়েছেন, ওই নামে গ্রামে কেউ থাকে না।