নিকাশী নালা বুজিয়ে রাস্তা নির্মাণ, জলমগ্ন গোটা এলাকা

জলমগ্ন গোটা এলাকা, সমস্যায় স্থানীয় বাসিন্দারা।

author-image
Adrita
New Update
দ

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ নিজের যাতায়াতের সুবিধার্থে নিকাশী নালা বুজিয়ে রাস্তা নির্মাণ করেছে নগর নিগমের এক ইঞ্জিনিয়ার। আবার এলাকার এক প্রভাবশালী নিকাশী নালার উপর দিচ্ছে প্রাচীর। ফলে জলমগ্ন হচ্ছে গোটা এলাকা। এই অভিযোগ তুলে বিক্ষোভে এলাকাবাসীরা। ঘটনাস্থলে দুর্গাপুর নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পৌঁছালে, তাকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মহালক্ষী পার্কে ।

পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সঞ্জীব মুখোপাধ্যায় অভিযোগ করেন," গত কয়েক মাস ধরে বৃষ্টি হলে এই গোটা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছে। বুধবারের কয়েক ঘন্টার বৃষ্টিতে এলাকার একাধিক বাড়িতে জল ঢুকেছে এক কোমর জল জমেছে। এর জন্য দায়ী দুর্গাপুর নগর নিগমের ইঞ্জিনিয়ার। কারণ নিকাশী নালার ওই পাশেই রয়েছে ইঞ্জিনিয়ারের বাড়ি। নিজের যাতায়াতের সুবিধার্থে নিকাশী নালা বুজিয়ে রাস্তা নির্মাণ করেছেন। পাশাপাশি এলাকার এক প্রভাবশালী নিকাশী নালার উপর প্রাচীর দিয়েছিল। ফলে বৃষ্টি হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে যাচ্ছিল। আর আমাদের দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে। দ্রুত এই সমস্যা সমাধানের দাবি করছি। "

ঘটনাস্থলে পৌঁছে দুর্গাপুর নগর নিগমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবব্রত বিশ্বাস বলেন," উনাদের যা অভিযোগ আছে তা শোনা হবে। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য নিকাশী নালা থেকে জল উপরে উঠেছে। পরবর্তীকালে এই সমস্যা যাতে না হয় সেই ব্যবস্থা করব। "